হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চার নম্বরে নেমে ১০৭ বলে ১০৩ রান করেন শ্রেয়স আইয়ার। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি এদিন করেন তিনি। এ ম্যাচে নিউজিল্যান্ডের রস টেলরও চার নম্বরে নেমে ৮২ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। এবং দলকে জয় এনে দেন।
একদিনের ক্রিকেট ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার এমনটা হল, যেখানে দুই দলেরই চার নম্বরে নেমে দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেন।
২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন এবি ডিভিলিয়ার্স (১০৭) এবং টাটেন্ডা টাইবু (১০৭)। এরপর ২০১৭ সালে কটকে ভারত-ইংল্যান্ড ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন যুবরাজ সিং(১৫০) এবং ইয়ান মর্গ্যান (১০২ )
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ