বলিউড বাদশা শাহরুখ খানের মত সালমান সরাসরি দল না কিনলেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনছে তার পরিবার।
ভাইজানের ছোট ভাই সোহেল খান এবং বাবা সেলিম খান মিলে লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনছেন বলে জানা গেছে।
ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাজির মালিক হতে চলেছেন সালমানের পরিবার। জানা গেছে, ২১ নভেম্বর থেকে শুরু হবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। অংশ নেবে মোট পাঁচটি দল।
সোহেল ও সেলিম খানের দলের অন্যতম তারকা হিসাবে নিযুক্ত থাকছেন প্রীতির দলের সুপারস্টার ক্রিস গেইল। এবার ক্রিকেটের সঙ্গে সরাসরি না হলেও নাম জড়িয়ে গেল সালমান খানের অবশ্য তার পরিবারের সুবাদেই।
বিডি প্রতিদিন/কালাম