বুন্দেসলিগায় প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। শালকেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাই বরুশিয়ানরা।
নিজেদের মাঠ সিংনাল ইদুনা পার্কে ম্যাচের প্রথমার্ধে লড়াইটা জমিয়ে তুলেছিল শালকে। টেবিলের নিচে থেকেও ডাই বরুশিয়ানদের সঙ্গে প্রথমার্ধে কোনও গোল হজম করেনি ওরা।
দ্বিতীয়ার্ধে পালটে যায় চিত্র। ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন আকাঞ্জি। ১-০ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।
৫ মিনিট পরই লিড দ্বিগুণ করেন দলের বড় তারকা ইরলিন হ্যাল্যান্ড। জেডান সানচোর পাস থেকে জালের ঠিকানা খুঁজে নেন এই নরওয়েজিয়ান।
ম্যাচের ৭৮ মিনিটে হ্যামলেস আরও এক গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়েন ফেভ্রির দল। তাতে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল অ্যাথলেটিকো মাদ্রিদ।
বিডি প্রতিদিন/কালাম