২৩ নভেম্বর, ২০২০ ১১:৩৫

অ্যাতলেটিকোর বিপক্ষে বার্সার হার, ক্ষুব্ধ কোমান

অনলাইন ডেস্ক

অ্যাতলেটিকোর বিপক্ষে বার্সার হার, ক্ষুব্ধ কোমান

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার লা লিগায় নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। সঙ্গে হাঁটুতে মারাত্মক চোট পেলেন জেরার পিকে। তাঁর মাঠে ফিরতে ৬ মাস লেগে যেতে পারে। এই জয়ে অ্যাতলেটিকো লিগ টেবলে বার্সার থেকে ৯ পয়েন্ট এগিয়ে দু’নম্বরে উঠে এলো। 

ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, ‘‘বার্সেলোনার মতো দলের এই রকম গোল খাওয়া মানায় না।’’ শনিবার মেসিকে দেখে মনে হয়েছে, দেশের হয়ে খেলে স্পেনে ফেরার ক্লান্তি কাটেনি। পুরনো ক্লাবের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ আঁতোয়া গ্রিজম্যান একবার নিশ্চিত গোলের হেড অ্যাতলেটিকো গোলরক্ষকের হাতে সাজিয়ে দেন। এদিকে, অ্যাতলেটিকোর ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়ার সঙ্গে সংঘর্ষের জেরে পিকের হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে। অন্যদের সাহায্য নিয়ে কাঁদতে কাঁদতে তিনি মাঠ ছাড়েন। ঊরুতে চোট পেয়েছেন সের্জি রবের্তোও। তাঁরও সুস্থ হতে দু’মাস লেগে যেতে পারে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর