সংযুক্ত আর আমিরাতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য সরকারের। এজন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি সৌম্যকে।
তবে মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খুলনার হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। খুলনার হয়ে মাঠে নেমেই ৮৭ বলে ৫৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
এর আগে সাভারে সিলেট বিভাগকে ১৩২ রানে অলআউট করে খুলনা বিভাগ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন