স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪৬তম জাতীয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এনামুল হোসেন রাজীব।
সোমবার ত্রয়োদশ ও শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান রাজীব। এতে ১৩ খেলায় ১০ পয়েন্ট নিয়ে জাতীয় দাবার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুললেন তিনি।
এর আগে শিরোপা লড়াই দারুণ জমে উঠে তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমানের মধ্যে। শেষ রাউন্ডের জয়ে জাতীয় দাবায় সেরা হন রাজীব।
ক্যান্ডিডেট মাস্টার শরিফ হোসেনকে হারিয়ে আসর শেষ করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাড়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি।
আর ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে হেরে যান গতবারের চ্যাম্পিয়ন নিয়াজ। সব মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনি হয়েছেন তৃতীয়।
পঞ্চম বারের মতো জাতীয় দাবার সেরা হয়ে রাজীবের প্রতিক্রিয়া, ‘এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শুরুর দিকে জিয়া ভাইয়ের সঙ্গে লড়ছিলাম। জিয়া ভাই নিয়াজ ভাইয়ের কাছে হারায় তখন শেষে নিয়াজ ভাইয়ের সঙ্গেই আমার লড়াই চলছিল। আমি অনেক জেতা খেলা ড্র করেছি। সেগুলো পয়েন্ট পেলে আরো সহজেই চ্যাম্পিয়ন হতে পারতাম।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন