দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো অভ্যাসে পরিণত করে ফেলেছে দলগুলো। বিশেষ করে করোনার সময় আরও বেশি করে আম্পায়ারের সিদ্ধান্তে সংশয় প্রকাশ করার সুযোগ পেয়ে যায় তারা। তবে সোমবার গাব্বায় সেই অভ্যাস ছাড়তে হয় ভারত ও অস্ট্রেলিয়াকে।
টেস্টই হোক অথবা সীমিত ওভারের ক্রিকেট, ডিআরএস-এর সুবিধার জন্য ক্যাপ্টেনদের সামনে সুযোগ থাকে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেওয়ার। কখনও কখনও তাতে ফিল্ড অম্পায়ারের সিদ্ধান্ত বদলে নিতে সক্ষম হন ক্রিকেটাররা। আবার কখনও আম্পায়ারের সিদ্ধান্তই যথাযথ বলে প্রমাণিত হয়।
তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডিআরএস ব্যবহারের সুবিধা নেই বলেই ফিঞ্চ ও রোহিতের সামনে সুযোগ ছিল না ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর। সুতরাং, এক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হয় দু’দলকে।
বিডি প্রতিদিন/কালাম