২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে সেই আসরে খেলতে পাকিস্তানে যাবে না ভারত।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ বিসিসিআইর সাধারণ সভায় এই কথা বলেছেন।
জয় শাহ বলেছেন, পাকিস্তানে নয় ২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে।
২০০৫-০৬ সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে ভারত। সেবার ভারতের নেতৃত্বে ছিলেনন রাহুল দ্রাবিড়। আর ভারতে পাকিস্তান সবশেষ খেলেছে ২০১২-১৩ সালে।
এরপর আর কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল