চোটের ধকল সামলে মাঠে ফিরেই শতকের দেখা পেলেন মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সেঞ্চুরি করেন তিনি।
ঢাকা মহানগরের বিপক্ষে রাজশাহীর হয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নিলেন এই উইকেট কিপার ব্যাটার। দিন শেষে ১০৮ রান নিয়ে এখনও তিনি অপরাজিত আছেন।
গতকাল সোমবার আগে ব্যাটিং করে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় ঢাকা মহানগর। কাল ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। মুশফিক নামেন ৮৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর।
প্রিতম কুমারের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়েন মুশফিক। ৯৮ বলে তিনি ফিফটি পূর্ণ করেন, ২২৮ বলে ছুঁয়েছেন শতকের ঘর।
১৭ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিমনেসিয়ামে ফিটনেস অনুশীলনের সময় হাঁটুতে চোট পান মুশফিক। ফলে দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হয়।
বিডি প্রতিদিন/নাজমুল