দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই রান নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে দাঁড়ায় ২৭১। ভারতকে এই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ।
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অসাধারণ ইনিংসটি শেষ পর্যন্ত থেকেছে অপরাজিতই। ৮ চার ও ৪ ছক্কার ইনিংসে ৮৩ বলে ১০০ রান করেন মিরাজ। রোমাঞ্চকর অপেক্ষা শেষে ইনিংসের শেষ বলে গিয়ে পূর্ণ করেন শতক। আর এতেই বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতকে।
মিরাজের এই দুর্দান্ত সেঞ্চুরিতে তার প্রশংসা করেছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, ৬৯/৬ থেকে ২৭১/৭ একটি ভালো ফল। এ দুটি ইনিংস বদলে দিতে পারে মিরাজের ক্যারিয়ার।
এর আগে, প্রথম ওয়ানডেতে মিরাজ খেলেছিল অসাধারণ এক ইনিংস। ১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন সমীকরণে দাঁড়িয়ে ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। হয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়।
বিডি প্রতিদিন/এমআই