বিদেশ সফরে সরব থাকা খালেদ মাহমুদ সুজন ঘরের মাঠে কেন যেন একটু নীরবই থাকেন। এবারও তিনি ভারতের সাথে গুরুত্বপূর্ণ সফরে দলের সাথে নেই। সেই নিয়ে উঠছে প্রশ্ন।
এবার ছুটিতে থাকার কারণ জানালেন টাইগারদের টিম ডিরেক্টর সুজন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কুল ক্রিকেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজন বলেন, 'এমন কোনো কারণ নেই। সামনে অনেক খেলা আছে। এই সময়টা আমার জন্য জরুরি ছিল। এজন্যই একটা বিরতি নেওয়া আসলে। আগেই নেওয়ার কথা ছিল। এবার ঘরের মাঠে সিরিজ। দেশের বাইরে সিরিজে বেশি দরকার হয়। এখানে তো আমরা সবাই আছি কাছাকাছিই। ড্রেসিং রুমে যাওয়ার অনুমতি না থাকলেও ড্রেসিং রুমের ওপরেই আছি। কাছাকাছিই আছি বলে এই সিরিজ করিনি।’
সুজন আরও বলেন, ‘আমি তো দলেরই একজন। দলের ভেতরে থাকি বা বাইরে থাকি, এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা বোর্ডে আছি। দলের সঙ্গে থাকা মানে অবশ্যই নিবিড়ভাবে থাকা। তবে আমরা সবসময়ই আছি। কোনো না কোনোভাবে যোগাযোগ বা কথা হচ্ছে। জয়ের সময় মাঠে থাকতে পারাটা তো সবসময়ই আনন্দের। তবে এটা উদযাপন করা যায় সবভাবেই। মাঠের ভেতর থেকে উদযাপন করা যায়, বাইরে থেকেও করা যায়।’
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        