দিনরাতের টেস্টে খেলতে নেমে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শতরান করেছেন মার্নাশ লাবুশেন। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন। এই ম্যাচেও সেই ছন্দ ধরে রেখেছেন তিনি। লাবুশেনের পাশাপাশি শতরান করেছন ট্রেভিস হেডও। অস্ট্রেলিয়া দিন শেষে তিন উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে ফেলেছে।
গোলাপি বলে সাধারণত বোলাররা বেশি সুবিধা পান। কিন্তু অ্যাডিলেডে টস জিতে অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চোট থেকে সেরে উঠতে না পারায় প্যাট কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১ রান করে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার।
আলজারি জোসেফের বলে উইকেটরক্ষক জোশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার ওপেনার। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান উসমান খাজা এবং লাবুশানে। ৯৫ রানের জুটি গড়েন তারা। খাজা ৬২ রান করে সাজঘরে ফেরেন।
পরে মাঠে নেমে রান পাননি অধিনায়ক স্মিথ। জেসন হোল্ডারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। জেসন হোল্ডারের লেংথ ডেলিভারিতে মিড অফ দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে সেটা সরাসরি বোলারের হাতে এলে লুফে নিতে ভুল করেননি হোল্ডার।
এরপর হেডকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেছেন লাবুশেন। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। আগের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করা লাবুশেন এদিন তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন ১৮৬ বলে। শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকা হেডের হাফ সেঞ্চুরি এসেছে মাত্র ৬৬ বলে। শেষ বিকেলে সেঞ্চুরি ছুঁয়েছেন ১২৫ বলে। প্রথম দিন শেষে লাবুশেন ১২০ এবং হেড অপরাজিত রয়েছেন ১১৪ রানে।
বিডি প্রতিদিন/এমআই