ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় বা শেষ ওয়ানডে ম্যাচ আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিমানে করে যাওয়া নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস।
সেখানে তিনি ক্যাপশনে লেখেছেন, ‘মিশন পূর্ণ হতে আরও একটি ধাপ। চলো, করে ফেলি।’
সিরিজ জয় বাংলাদেশের নিশ্চিত হয়ে গেছে আগেই। তারপরও ভারপ্রাপ্ত অধিনায়ক কোন ‘মিশনের’ কথা বলছেন, বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। লিটনদের লক্ষ্য এবার ভারতকে হোয়াইটওয়াশ করা।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রতিবেশীদের ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল। এই নিয়ে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে সর্বশেষ সিরিজটিও জিতেছিল বাংলাদেশ।
কেনিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলগুলিকে তো বটেই, প্রতিষ্ঠিত শক্তিগুলোর মধ্যে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে সেই স্বাদ এখনো মেলেনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শনিবার সেই ক্ষুধা মেটাতেই নামবেন লিটনরা।
বিডি প্রতিদিন/এমআই