ভারতের দেওয়া ৪১০ রানের টার্গেটে খেলতে নেমে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। ঢাকার দাপুটে লিটন বাহিনী চট্টগ্রামে রীতিমতো অসহায় আত্মসর্ম্পণ করেছে। হেরেছে ২২৭ রানে।
তিন ম্যাচের সিরিজে টানা দুই জয়ে মিরপুরেই সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা।
মুখরক্ষার ম্যাচে ইশান কিষানের ডাবল সেঞ্চুরি আর বিরাট কোহলির শতকে ভারত ৪০৯ রানের বড় সংগ্রহ পায়। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন এনামুল বিজয়। লিটন দাস সাকিবকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেননি।
৫০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাকিব। লিটন ফিরেছেন ২৯ রানে। ইয়াসির রাব্বি আর মাহমুদউল্লাহ রিয়াদের জুটি খানিকটা থিতু হলেও টাইগারদের আর খেলায় ফেরা হয়নি।
ভারতের সব বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর।
বিডি প্রতিদিন/নাজমুল