বাংলাদেশকে ২২৭ রানে হারানোর দিনে বিরাট কোহলি ক্যারিয়ারের ৭২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর এরইমধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে গেলেন তিনি।
এবার বিরাটের সামনে আছে কেবল সেঞ্চুরির শতক হাঁকানো ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে হাজার রানও করে ফেলছেন কোহলি। এদিন ৯১ বলে ১১৩ রান করেন কোহলি। ১১টি চার এবং দু’টি ছক্কা হাঁকান তিনি।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনের মাটিতে শতরান করেছিলেন বিরাট। তিন বছর পর বাংলাদেশের বিরুদ্ধে আবার শতরান এল কোহলির ব্যাটে। গোলাপি বলের টেস্টে ইডেনে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পর থেকেই শতরান পাচ্ছিলেন না।
দীর্ঘ দিন সেঞ্চুরিহীন ছিলেন তিনি। ১০২১ দিন পর আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে শতরান করেছিলেন। এই বছর তাঁর দ্বিতীয় শতরান এল শনিবার।
বিডি প্রতিদিন/নাজমুল