ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে বিধ্বস্ত হয়েছেন টাইগাররা। কোহলিদের বিরুদ্ধে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছেন লিটন দাসরা। ভারতের ৪০৯ রানের জবাবে ১৮২ রানেই অলআউট স্বাগতিকরা। হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে খেলতে নেমে টাইগাররা চট্টগ্রামে উল্টো ভারতের বিরুদ্ধে ‘ডিলাইটওয়াশ’ হয়ে গেল।
এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। এরপর রীতিমতো রান পাহাড়েই টাইগারদের চাপা দেয় সফরকারীরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, আগে ব্যাট করা উচিত ছিল বাংলাদেশের।
ম্যাচের পর চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ম্যাচে হতাশা যে কাজ করেছে তা না। যে জিনিসটা হয়েছে, আসলে আমরা প্রথম দুই ম্যাচ জিতলেও প্রথম সারির ব্যাটাররা রান করতে পারেনি। তারপরও দুয়েকজন রান করে...বিশেষত মিরাজ যে রানটা করেছে, তার জন্য জিততে পেরেছি। বোলিং খুব ভালো হয়েছিল। আমরা জানি ভারতের ব্যাটিং কত শক্তিশালী।’
‘আমার কাছে মনে হয়েছে যে ধরনের উইকেট ছিল, অনেক রান হওয়ার মতো। আসলে এ ধরনের উইকেট আমরা সচরাচর দেখি না। বাংলাদেশে কখনো দেখিনি, সাধারণত আরও স্পোর্টিং উইকেট দেখি। হয় পেসকে সাহায্য করবে, নয়তো স্পিনকে। কিন্তু এটা মোটামুটি ফ্লাট ছিল। সেক্ষেত্রে প্রথমে ব্যাট নিলে ভালো হতো। তবে নিলেই যে বিরাট কিছু হয়ে যেতো, সেটা বলছি না। কিন্তু যে জিনিসটা হয়েছে, কোহলি ও ঈষাণের দুটি অসাধারণ ইনিংসের পর স্কোর এমন জায়গায় গিয়েছে আমরা মনে হয় সেখান থেকে ম্যাচটা হেরে গেছি বা ছেড়ে দিয়েছি। জিততে হবে বা জিতবো এমন অ্যাপ্রোচ ছিল না।’
এমন কিছুর প্রত্যাশা করেছিলেন কি না প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা অনুমান করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, দুই ম্যাচ হারের পর ওরা যেভাবে খেলেছে; ক্রেডিট দিতে হয়।’
এই সিরিজের জন্য তামিম ইকবালের ইনজুরিতে নেতৃত্ব পেয়েছিলেন লিটন দাস। অধিনায়কত্বে তার ভবিষ্যৎ জানতে চাইলে পাপন বলেন, ‘এখনও এটা নিয়ে আলাপ হয়নি। তবে পরের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কথা হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        