চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর দ্বিতীয়টিতে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে বাংলাদেশ।
৬ উইকেট হারিয়ে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারেই সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৪৮ বলে ১৩ রান করেন তিনি।
মিরাজ ফেরার কিছুক্ষণ পরই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এখন অবধি তিনি মারমুখী। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        