ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর পাকিস্তান দলকে সমালোচনায় ধুয়ে দিয়েছেন তাদেরই সাবেক অধিনায়ক কামরান আকমল। পাকিস্তানের খেলা দেখলে মনে হয় তারা এখনো আশির দশকের ধাচে ক্রিকেট খেলছে বলেও মন্তব্য করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সেই ম্যাচ হারতে হয় ২০২ রানের লজ্জাজনক ব্যবধানে। সিরিজও হারে ২-১ ব্যবধানে। এরপরই নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের সমালোচনা করেন কামরান আকমল।
কামরান বলেন, তৃতীয় ম্যাচ তো পাকিস্তান জিততে পারল না। বরং লজ্জাজনক পারফরম্যান্স করল। এই পারফরম্যান্স করেও যদি লজ্জা না হয়, সাত-আট বছর ধরেই বলছি, নিজের ঘরের মনে করে সব পছন্দের খেলোয়াড়দের খেলানো হয় শুধু। এটা পাকিস্তানের ক্রিকেট না। পুরো দলই এক্সপোজ হয়ে গেল। পিচ কেমন তা না দেখে নিজেদের ভুল দেখ।
ক্রিকেটে যেকোনো দলেরই খারাপ সময় যেতে পারে। কিন্তু সফল দলগুলো তা পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়ায়। পাকিস্তান দলকে সেটিই মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা তা করে। কারণ ওদের সিস্টেম শক্তিশালী। আমাদের এখানে তো কয়দিন পরপর সিস্টেম পরিবর্তন হয়। পাকিস্তান দলের এমন অবস্থা যে আমার মনে হচ্ছে ১৪-১৫ নং র্যাংকিংয়ের দলের সাথেও হেরে যাবে! যুক্তরাষ্ট্রের কাছে তো টি-টোয়েন্টি হেরেছেই।
কামরানের মতে, পাকিস্তান ক্রিকেট বিশ্বে অনেকটাই পিছিয়ে পড়েছে। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, মনে হচ্ছে যে, এখন নেপালও পাকিস্তানকে বলবে যে আসো আমাদের সাথে খেলো। নেদারল্যান্ডসও বলবে, পাকিস্তানের সাথে খেলতে হবে আমাদের রেটিং ভালো করতে। ২০২৫ সালে ক্রিকেট কোথা থেকে কোথায় চলে গেছে, আর পাকিস্তান কোথায় আটকে আছে। ক্রিকেট কত এগিয়ে গেছে অথচ আমরা এখনো ১৯৮০ এর দশকের ধাচের ক্রিকেট খেলছি।
বিডি প্রতিদিন/কেএ