গত ৫ সেপ্টেম্বর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া পিএসজি কোচ লুইস এনরিকের সফল অস্ত্রোপচার হয়েছে।
তবে তার সুস্থ হতে কতদিন লাগতে পারে কিংবা কবে তিনি কোচিংয়ে ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত। আগামী রবিবার লঁসের বিপক্ষে লিগ আঁর ম্যাচে পিএসজির ডাগআউটে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
গত শুক্রবার বিবৃতি দিয়ে এনরিকের সাইকেল দুর্ঘটনায় কলারবোন (বুক ও কাঁধের মাঝখানের হাড়) ভেঙে যাওয়ার কথা জানায় পিএসজি। তখনই তারা নিশ্চিত করে, অস্ত্রোপচার করাতে হবে এই স্প্যানিয়ার্ডের। সাইকেলপ্রেমী হিসেবে পরিচিতি আছে এনরিকের। প্যারিসের পথে পথে প্রায়ই সাইকেলে ঘুরে বেড়াতে দেখা যায় ৫৫ বছর বয়সী কোচকে।
স্পেন, রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার পরে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেন তিনি। ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ গত মৌসুমে তার কোচিংয়ে ঐতিহাসিক ট্রেবল জয় করে পিএসজি।
এনরিকের কোচিংয়ে নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়েছে তাদের। লিগে টানা তিন জয়ে শীর্ষে আছে তারা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর রোববার পুনরায় মাঠে নামবে দলটি। আগামী ১৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি, প্রতিপক্ষ আতালান্তা। সূত্র: গোল
বিডি প্রতিদিন/নাজিম