২২ অক্টোবর, ২০২১ ০৫:৫১

ভারত ভয়ঙ্কর দল: স্মিথ

অনলাইন ডেস্ক

ভারত ভয়ঙ্কর দল: স্মিথ

ভারত ও অস্ট্রেলিয়া আছে সুপার টুয়েলভের আলাদা গ্রুপে। মূল আসর শুরুর আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে দলগুলো। যেখানে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ২০০৭ আসরের শিরোপাজয়ী ভারত।

ইংলিশদের বিপক্ষে ১৮৯ রানের লক্ষ্যে তারা ৭ উইকেটে জেতে ৬ বল হাতে রেখে। এরপর বুধবার অস্ট্রেলিয়াকে হারায় ৮ উইকেটে, প্রতিপক্ষের ১৫২ রান কোহলিরা পেরিয়ে যায় ১৩ বল আগে।

ভারতের বিপক্ষে ৪৮ বলে ৫৭ রানের ইনিংস খেলার পর স্মিথ বলেন, ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলা কোহলির দল এই বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি।

তিনি বলেন, “তারা ভয়ঙ্কর দল, সব দিক থেকেই পরিপূর্ণ। দারুণ কয়েকজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। গত কয়েক (এক) মাস ধরে তারা সবাই এই কন্ডিশনে আইপিএল খেলেছে। তাই এই পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত।”

নিজের ছন্দ ফিরে পাচ্ছেন জানিয়ে স্মিথ বলেন, “মনে হচ্ছে, এখন আমি খুব ভালোভাবে বল মারতে পারছি। আমি আইপিএলে খুব বেশি ম্যাচ খেলিনি, তবে নেটে অনেক সময় কাটিয়েছি, কিছু বিষয় নিয়ে কাজ করেছি এবং এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর