কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে অতি দরকারি ও পরিচিত ডিভাইস পেন ড্রাইভ। ব্যক্তিগত ও কর্মস্থল উভয় জায়্গাতেই ডাটা আদান-প্রদান কিংবা বহনের জন্য এর বিকল্প নেই। কিন্তু কোনো কারণে পেন ড্রাইভ ভিজে গেলে এতে থাকা সব ডাটাই নষ্ট হয়ে যায়। ফলে অহেতুক বিপাকে পড়তে হয়। আর এ দুর্ভোগ থেকে মুক্তি দিতেই এবার এসেছে পানিরোধক ডিভাইস। নিরাপদে তথ্য আদান-প্রদান ও সংরক্ষণের জন্য অ্যাপাসারের এএইচ ১৫৭ মডেল একটি ধূলাবালি ও পানিরোধক নতুন পেন ড্রাইভ।
ইউএসবি ৩.০ পোর্টের ১৬ জিবি মেমোরি ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভটির বিশেষ বৈশিষ্ট্য ঝাঁকুনি সহনশীল ও সহজে বহনযোগ্য। পেন ড্রাইভটির মূল্য মাত্র ৬০০ টাকা। বাংলাদেশের বাজারেও এটি পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ