সামাজিক মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার এবং মাইক্রোব্লগিং সাইট টুইটার দিয়ে পিৎজা অর্ডার দেয়ার সুবিধা সংবলিত একটি সামাজিক অর্ডারিং প্ল্যাটফর্ম 'চ্যাটবট' চালুর ঘোষণা দিয়েছে পিৎজা হাট। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় আসন্ন ভেনতারবিট মোবাইলবিট কনফারেন্সে এই ফ্ল্যাটফর্মের আনুষ্ঠানিক অভিষেক হবে বলে কোম্পানিটি সম্প্রতি এক ঘোষণায় জানায়। এর ফলে আগামী মাস থেকেই পিৎজা হাট সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকেই 'চ্যাটবট' প্ল্যাটফর্ম সুবিধা পাওয়া যাবে।
পিৎজা হাট থেকে গ্রাহকরা যাতে আরও সহজে তাদের পছন্দের খাবারটি অর্ডার দিতে পারেন সেজন্যই প্ল্যাটফর্মটি চালু করা হচ্ছে বলে কোম্পানির প্রধান ডিজিটাল কর্মকর্তা বারন কনকরস জানান। এজন্য পিৎজা হাট প্রযুক্তি প্রতিষ্ঠান কনভারসাবল'র সঙ্গে অংশীদারিত্ব করেছে। খবর আইএএনএস'র
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ