শারীরিক প্রতিবন্ধীদের জন্য অ্যাপ তৈরির প্রতিযোগিতার আয়োজন করছে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) বাংলাদেশ সেকশন। প্রতিযোগিতায় মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরি ও ধারণা জমা দিতে হবে।
শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন কিছু তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী ১২ আগস্ট। প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রথম ক্যাটাগরিতে ধারণা জমা দিতে হবে এবং দ্বিতীয় ক্যাটাগরিতে সেটা বাস্তবায়ন করতে হবে।
শর্ত মেনে শারীরিক প্রতিবন্ধীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য তাদের দুই অথবা চার জনের একটি গ্রুপ করে ধারণাপত্র আগামী ৫ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
আগামী ১২ আগস্ট রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতার আসর বসবে। সেখান থেকে নির্বাচিত সেরা তিনটি ধারণাপত্র পাঠানো হবে ভারতে তামিলনাড়ুর চূড়ান্ত আসরে। আর এর সব খরচ বহন করবে আইইইই বাংলাদেশ সেকশন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-০৯