২৯ জুলাই, ২০২০ ১৪:৪৭

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’

অনলাইন ডেস্ক

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’

প্রায় ওয়েবে ব্রাউজিংয়ের সময় ওই মুহূর্তে কোনো আর্টিকেল বা পেজ পড়ার সময় থাকে না, কিন্তু পরে হয়তো সেটা আমরা পড়তে চাই। এমন ব্যবহারকারীদের সাহায্য গুগল ক্রোম নিয়ে এসেছে নতুন ফিচার “Read Later” (পরে পড়ুন)। এই ‘রিড লেটার’ বাটনের মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোন ট্যাব সেভ করে রাখতে পারবেন। ফিচারটি বর্তমানে ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধানে পরীক্ষামূলক ব্যবহার চলছে।

ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে।

ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

১. ক্রোম ব্রাউজার খুলুন।

২. সার্চ বারে “chrome://flags” লিখে এন্টার চাপুন।

৩. “Read Later” অপশনটি খুঁজে বের করুন।

৪. অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর