মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে সিআরপি সেন্টার

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে সিআরপি সেন্টার

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির আদলে এবার রাজশাহীতে হতে যাচ্ছে সিআরপি সেন্টার। নগরীর অদূরে কাটাখালী পৌরসভা এলাকার কাপাসিয়ায় ১৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে সিআরপি সেন্টার। এটির নামকরণ করা হয়েছে ‘সিআরপি রাজশাহী শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার।’

গত ৬ ফেব্রুয়ারি সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের সঙ্গে চুক্তি ও জমিদান কার্যক্রম সম্পন্ন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহীতে সিআরপি কেন্দ্র গড়ে তুলতে পারিবারিকভাবে ১৫ বিঘা জমি দিয়েছেন তিনি। ইতোমধ্যে জমির কাগজপত্রও হস্তান্তর করা হয়েছে। এখানে সিআরপি সেন্টার প্রতিষ্ঠা হলে প্রতি বছর এ অঞ্চলের হাজার হাজার মানুষ চিকিৎসা পাবেন। বিশেষ করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে এ সেন্টার ব্যবহৃত হবে। রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সাভারের সিআরপির আদলেই ১৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে সিআরপি রাজশাহী শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার। এখানে প্রতি বছর ৫ হাজার মানুষ স্ট্রোকের চিকিৎসা ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা পাবেন। এ ছাড়া স্পাইনাল কর্ড ইনজুরি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে   শিক্ষা নিতে পারবেন শিক্ষার্থীরা। সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বলেন, ‘শিগগিরই আমরা রাজশাহীতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি এর আদলে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার বা পুনর্বাসন কেন্দ্র   হিসেবে গড়ে তুলব।’

সর্বশেষ খবর