রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী মাঠে এগিয়ে রিমি

শেখ সফিউদ্দিন জিন্নাহ

নির্বাচনী মাঠে এগিয়ে রিমি

গাজীপুর-৪ কাপাসিয়ায় নির্বাচনী মাঠে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জমে উঠেছে এ আসনের নির্বাচনী মাঠ। প্রার্থীরা যে যার মতো করে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থেকে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন। নির্বাচনী মাঠে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপিতে একক প্রার্থী। তবে আওয়ামী লীগের অন্য প্রার্থীর চেয়ে মাঠের জনপ্রিয়তায় এগিয়ে সিমিন হোসেন রিমি।

এখানে দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের বাড়ি হওয়ায় বরাবরই আওয়ামী লীগ শক্ত অবস্থানে। তবে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে জিমিয়ে পড়া বিএনপি নেতা-কর্মীরা যেন ঘুরে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি যে দলই হোক না কেন কাপাসিয়ায় তাজউদ্দীন সন্তানদের গ্রহণযোগ্যতা অন্যরকম। আর এ কারণে নির্বাচনী মাঠে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন সিমিন হোসেন রিমি। রিমি এবার তৃতীয়বারের মতো নির্বাচনী মাঠে লড়বেন। তিনি ২০১২ সালে উপনির্বাচনে প্রথম এমপি হন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও এমপি হন তিনি। রিমি এমপি হওয়ার পর থেকে গাজীপুরের কাপাসিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। এর মধ্যে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক মহাসড়কে উন্নীতকরণ। দেশের চতুর্থ নার্সিং কলেজ সৈয়দা জোহরাতাজ নার্সিং কলেজ নির্মাণ, ১০৬ কোটি টাকার গোসিংগা-কাপাসিয়া-হাতিরদিয়া সড়ক উন্নয়ন, ঢাকা-কাপাসিয়া-রানীগঞ্জ সড়কের বাইপাস, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ, বিদ্যুতে ১৮ হাজার গ্রাহক থেকে ৯২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ, কাপাসিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজ করেন। বিশেষ করে স্বাস্থ্য খাতে করেছেন ব্যাপক উন্নয়ন। গর্ভকালীন মায়েদের স্বাস্থ্যসেবা দিতে ডিজিটাল স্বাস্থ্য কার্ড করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন রিমি। এদিকে এ আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন আওয়ামী লীগের। আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচনী মাঠে লড়তে দলীয় মনোনয়ন কেনেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ।  সিমিন হোসেন রিমি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনটা কার জন্য, জনগণের জন্য।  আমি জনগণের জন্য কাজ করতে চাই।

সর্বশেষ খবর