১ ডিসেম্বর, ২০২২ ২১:৫৫

কানাডার বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে মরক্কো

অনলাইন ডেস্ক

কানাডার বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে মরক্কো

সংগৃহীত ছবি

মরক্কোর বিপক্ষে কানাডার নিয়ম রক্ষার লড়াই হলেও আশরাফ হাকিমিদের সামনে সুযোগ ৩৬ বছর পর নকআউট পর্বে জায়গা করে নেওয়ার। ম্যাচ জিতলে বা ড্র করলে কোন হিসাব নিকাশ ছাড়াই শেষ ষোল নিশ্চিত হবে আফ্রিকার দলটির। এমন পরিসংখ্যান সামনে রেখে আজ কাতারের আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে কানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে মরক্কো।

ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় হাকিমির গোলে প্রথম লিড পায় মরক্কো। এরপর ২৩ মিনিটের মাথায় ইউসুফ এন-নেসিরি দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ায়। কানাডা ব্যবধান কমিয়েছে ৪০ মিনিটে। তাও মরক্কোর আত্মঘাতি গোলে। বাম দিক থেকে কানাডার স্যামুয়েল আডোকুজবে যে শট নিয়েছিলেন তাতে পা চালিয়েছিলেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ার্ড। বল গতি পরিবর্তন করে আশ্রয় নেয় জালে। এটি এই বিশ্বকাপের প্রথম আত্মঘাতি গোল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর