বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের জমি ব্যক্তি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানান বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাইন বোর্ড টানিয়েছে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। বিএম কলেজের জমি দখল চেষ্টার প্রতিবাদে কর্মসূচি দেবে বৈষম্য বিরোধী আন্দোলন বলে জানিয়েছেন সমন্বয়ক মো. মুহসিন।
বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানান, বিএম কলেজ সড়কের সোবাহান মিয়ার পুল সংলগ্ন দেবেন্দ্র ভবন নামে একটি ছাত্রী নিবাস ছিলো। ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে এক কর্মচারী থাকে। সকালে সেই কর্মচারী জানিয়েছে জমি নিজের দাবি করে সাইনবোর্ড টানানো হয়েছে।
অধ্যক্ষ বলেন, বর্তমানে কলেজ বন্ধ রয়েছে। তাই কলেজ খোলার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকার সোবাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান শামীম জাল কাগজ তৈরি করে সাইনবোর্ড টানিয়েছিল। সকালে বিষয়টি জানার পর ছাত্ররা সাইনবোর্ড সরিয়ে ফেলেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মো. মুহসিন বলেন, বিষয়টি নিয়ে ছাত্রদের নিয়ে আলোচনা করছি। জমি দখলের চেষ্টার বিরুদ্ধে কর্মসূচি দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল