আগামীকাল রবিবার (২০ অক্টোবর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে।
শনিবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০ অক্টোবর থেকে জাবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে নবীন শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, সরেজমিন দেখা যায়, আবাসিক হলগুলোতে হল প্রশাসন নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে তাদের প্রত্যেককে হলের নির্দিষ্ট আসনে তুলে দিচ্ছে। ১ হাজার আসন বিশিষ্ট ৩টি ছাত্র হল এবং ৩টি নতুন ছাত্রী হল চালু হওয়ায় জাবিতে দীর্ঘদিনের আবাসন সংকট কেটেছে বলে জানা গেছে।
এর মাধ্যমে ক্যাম্পাসটিতে নবাগত শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে যুগ যুগ ধরে জারি থাকা গণরুম সংস্কৃতি এখন আর নেই। পাশাপাশি বর্তমানে দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সত্যিকারের রূপ পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সাধারণত, প্রত্যেক শিক্ষার্থী তাদের নিজ নিজ হলে প্রথম দিনেই সিট পাবে, এটা তাদের অধিকার। কিন্তু অতীতে বিশেষ কিছু কারণে এ অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এখন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পেরে প্রশাসন আনন্দিত। আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
বিডি প্রতিদিন/এমআই