সিলেটে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। এর আগে, গত বুধবার পর্যন্ত শিথিলের সময় ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
গত বুধবার পর্যন্ত সিলেটে ১৫ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকলেও বৃহস্পতিবার থেকে শিথিল করা হয়েছে ১৬ ঘণ্টা।
বৃহস্পতিবার কারফিউ না থাকায় দিনের পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল থেকে নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। দুপুরের দিকে নগরীর জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও আম্বরখানাসহ ব্যস্ততম পয়েন্টে যানজট দেখা গেছে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সকল বিপণিবিতান খোলা ছিল।
দূরপাল্লা ও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচলও ছিল স্বাভাবিক। তবে রাত ৮টার পর থেকে টার্মিনালগুলো থেকে বাস ছেড়ে যাওয়া কমে যায়। রাত ১০টার পর নগরীতে সেনাবাহিনীকে টহল দিতে গেছে। কোথাও লোকজনকে জড়ো হতে দেখলে সেনাবাহিনীর টহল দল তাদের সরিয়ে দিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই