সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার ঘটনায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট মহানগরের চৌহাট্টায় এলাকায় বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুর ১টা থেকে চৌহাট্টায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও।
বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তুমুল বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার ছাত্র-জনতা চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ও নানা স্লোগান দিচ্ছেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এছাড়া প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।
বিডি প্রতিদিন/আরাফাত