কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত আবদুল মজিদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল মজিদের বাড়ি খাগড়াছড়িতে।
তিনি চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সহিংসতার ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম