চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হাসান বাবুল নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শফিকুল ইসলাম নামে এক যাত্রী এবং সিএনজি টেক্সি চালক মো শাহজাহান। শুক্রবার গভীর রাতে জেলার হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মির্জাপুর মুহুরীহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে হাটহাজারীর এক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন বাবুল ও তার আত্মীয় শফিকুল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী সিএনজি টেক্সিটি ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত বাবুল, শফিকুল ও সিএনজিচালক শাহজাহান। আশপাশের লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এএ