'বাংলার সৌরভ' নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে কর্ণফুলী চ্যানেল থেকে দেড় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের আলফা অ্যাঙ্গারেজে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ বলেন, শুক্রবার দিবাগত রাতে জাহাজ বাংলা সৌরভের দুইদিকে আর আগুন ধরে যায়। খবর পাওয়ার পর কোস্ট গার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজ শুরু করেছে।
জানা গেছে, এ ঘটনায় ২০জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট শীপ বিসিজিটি। বাংলার সৌরভ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন একটি জাহাজ। তবে এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ