গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম।
শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা, মহানগর ও চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক ফোরামের বরিশাল মহানগরের সভাপতি অধ্যক্ষ আলহাজ মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসান মুহাম্মাদ ইয়াহিয়া, জেলার সভাপতি লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসেন।
বক্তারা বলেন, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবি করেন। এছাড়াও ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে নতুন কারিকুলাম প্রণয়ন করার দাবি জানিয়েছেন।
মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয়।
এছাড়াও এ কারিকুলাম প্রণয়ন এবং পরামর্শদানে যারা মাস্টারমাইন্ড তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করার জন্য মানববন্ধন থেকে দাবি তোলা হয়। মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত