রাজধানীর দক্ষিণখানের কাওলার বাজার সংলগ্ন বাদশাহ বাড়ি রোডে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া এবং আহতদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কাওলার সেবা সংঘের উদ্যোগে শুক্রবার এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু।
কাওলার সেবা সংঘের সভাপতি জুনায়েদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকন ভিলেজের ম্যানেজিং ডাইরেক্টর মেজর (অব.) একেএম ফজলুল হক, আইনজীবী জসীম উদ্দিন সরকার, নর্দান ইউভার্সিটির ইংরেজি বিভাগীয় প্রধান মো. জসীম উদ্দিন, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ, ইসলামি ব্যক্তিত্ত্ব হাজী মোস্তফা কামাল টুটুল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল