রাজধানীর বংশালে আলু বাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বৈদ্যুতিক খাম্বার সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহীম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ আলু বাজার ছোট মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত মো. ইব্রাহীম কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ গ্রামের মো. সুমনের ছেলে। বর্তমানে আলু বাজার এলাকায় তার মামার কারখানায় থাকতো। সে জুতার কারখানার শ্রমিক ছিলো।
উদ্ধারকারী পথচারী মো. শাহাবুদ্দিন বলেন, বৃষ্টির পানি জমে ছিল সড়কে। বৈদ্যুতিক খাম্বার পাশ দিয়ে ওই শিশুটি হেঁটে যাচ্ছিল। এমন সময় খাম্বায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা মনির হোসেন বলেন, ইব্রাহিম গ্রাম থেকে কয়েকদিন আগে ঢাকায় বেড়াতে এসেছিল।
আলু বাজার আমার জুতার কারখানায় সেখানে টুকটাক কাজ করতো।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ