বিমানবন্দর সড়কে ১৮ চাকার হেভি লোডেড একটি লরি রাস্তায় উল্টে যাওয়ায় প্রায় দুই ঘন্টার মতো এ রাস্তার অনেকটা অংশ বন্ধ হয়ে ছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত লরিটিকে সোজা করে রাস্তা পরিস্কার করা হয়েছে।
এর আগে লরি উল্টে যাওয়ায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলের গতি কমে গিয়ে সৃষ্টি হয়েছিলো তীব্র যানজটের। বিশেষ করে বিমানবন্দর, প্রগতি স্বরণী, ৩০০ ফিট গামী যাত্রীরা পড়েছিলেন ভোগান্তিতে।
জানা গেছে, জোয়ারসাহারা বি আর টিসি বাস ডিপোর সামনে নিকুঞ্জ পাম্পের আউটগোয়িং এ একটি বড় ১৮ চাকার হেভি লোডেড লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় উল্টে যায়। লরিটি রেকার দিয়ে সরানো হয়েছে।
গুলশান ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার কন্টেইনারবাহী লরি সরানোর পর জোয়ার সাহারা-৩০০ ফিটসহ সকল দিকের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক