ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা সবসময় নিরীহ মানুষের ওপর ভর করে সরকারের উন্নয়ন নষ্ট করতে চায়। যুদ্ধাপরাধীদের বিচার যেমন এদেশে হয়েছে, তেমনি স্বাধীনতাবিরোধীদের বিচার একদিন বাংলার মাটিতে হবে।
গতকাল ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধীদের সব রাগ প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের ওপর। স্বাধীনতাবিরোধীদের কোনো শক্তি নেই। স্বাধীনতার পর তারা তো একটি মেট্রোরেল কিংবা পদ্মা সেতু নির্মাণ করতে পারেনি। এ সময় তিনি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পিতা-মাতাকে শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এ বি এম ইব্রাহিম খলিল, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন প্রমুখ।