কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণ ও হত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী জেলা সংসদ। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টার এ মানববন্ধনে উদীচী ছাড়াও যশোরের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন উদীচী যশোরের সহসভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের আন্দোলনে গুলি ও হত্যার তীব্র নিন্দা এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতারও নিন্দা জানান তাঁরা। বক্তারা সব প্রাণহানির সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন।