রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী নাওদাড়া মাঠের একটি গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। এতে ওই মাঠের প্রায় ৩৫০ বিঘা জমিতে বিভিন্ন আবাদের সেচ সংকট দেখা দিয়েছে। চার দিন ধরে প্রয়োজনীয় পানি না পেয়ে বিপাকে কৃষকরা। আর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে অপারেটর জিয়াউর রহমান জিয়া দখলদার রুবেল হোসেনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
শুধু ওই দুটি ঘটনা নয়, রাজশাহীতে বিএমডিএর গভীর নলকূপে আধিপত্য নিতে চলছে নানামুখী তৎপরতা। ১৭ বছর ধরে যারা গভীর নলকূপের অপারেটর ছিলেন তাদের বাদ দিতে কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে।
চারঘাটের ভুক্তভোগী কৃষকরা জানান, স্থানীয় কোনো কৃষককে না জানিয়ে রফিকুল ইসলাম গত বুধবার (১১ ডিসেম্বর) নতুন একটা তালা গভীর নলকূপের ঘরে লাগিয়েছেন। তালা দেওয়ার পর থেকে অনেকে তাকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি শোনেননি।
গভীর নলকূপের অপারেটর আতাউল ইসলাম উজ্জ্বল বলেন, ‘১১ বছর আগে আমাদের জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ স্থাপন করে। সে সময় থেকে প্রথমে আমার বাবা ও পরে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি। গত বুধবার কৃষকরা পানির জন্য ফোন দিলে নলকূপ চালু করতে গিয়ে দেখি নতুন তালা লাগানো। পরে স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি এ তালা লাগিয়েছেন। বিষয়টি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘নলকূপ অপারেটর সঠিকভাবে পানি বণ্টন না করায় তালা লাগিয়েছি। আমার কোনো জমি নেই, কিন্তু কৃষকরা ভোগান্তিতে পড়ছেন সেজন্য তালা দিয়েছি।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী হানিফ শিকদার বলেন, গভীর নলকূপের ঘরে তালা লাগানোর এখতিয়ার কারও নেই। এভাবে কৃষকের সমস্যা করে তালা লাগানো অন্যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
অপারেটর জিয়াউর রহমান জিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রুবেল আলী মাদকাসক্ত, নলকূপের ঘর মাদকের আখড়ায় পরিণত করেছেন। তিনি জোরপূর্বক গভীর নলকূপ জবরদখল করেছেন।’
বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।