গাজীপুরের কাপাসিয়া থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এসে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মনোহরগঞ্জের ২০০ বন্যার্ত পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসহায়তা। এতে হাসি ফুটেছে বানভাসি ওই ২০০ পরিবারের মুখে।
গতকাল সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রাম, জলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি স্থানে এ ত্রাণসহায়তা দেওয়া হয়। কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক জানান, পুরো উপজেলার মানুষ এখনো পানিবন্দি। উপজেলার বাইশগাঁও ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শাখার সদস্যরা। আমাদের এ কাজে সহযোগিতা করেছে স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ার এবং মোফাজা টেক সলিউশনস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য আবুল হোসেন সবুজ, মোফাজা টেক সলিউশনসের বাংলাদেশের আইটি রিসোর্স ম্যানেজার আজহারুল ইসলাম আশিক, স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ারের সৈকত, মনোহরগঞ্জ উপজেলা শুভসংঘের সভাপতি শাহাদাত হোসেন, সহসভাপতি তানভীর মাহমুদ আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ নাইমসহ অন্যরা।