নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আজমেরী ওসমানের গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ বলেন, আসামি আজমির ওসমানের গাড়িচালক জামশেদকে র্যাব গ্রেপ্তার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। এর আগে ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদ শেখকে র্যাব-১১ গ্রেপ্তার করে। জামশেদ শেখ (৩৬) প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক। র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গতকাল ভোরে ঢাকার মিরপুর থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগসাজশ রয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, এই মামলার আসামি ভ্রমর জবানবন্দিতে আজমেরী ওসমানের গাড়িচালকের নাম বলেছিল। ত্বকীকে হত্যা করে যখন বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয় তখন ওই গাড়ির চালক ছিল জামশেদ শেখ। এর আগে ত্বকী হত্যার ঘটনায় রবিবার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা সবাই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছিলেন।