অবিলম্বে উপাচার্য নিয়োগ ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত ক্লাস পরীক্ষায় ফিরতে চান বলে জানান তারা।
শিক্ষার্থীদের দাবি, নানা প্রতিবন্ধকতায় ইতোমধ্যেই তারা ৩-৪ মাসের সেশনজটে আটকা পড়ে আছেন।
এ অচলাবস্থা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদি সেশনজট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জাবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা কতদিন চলবে জানি না। এখন যদি আবারও সেশনজটে পড়ে যাই তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। তাই আমাদের দাবি দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে আবাসিক হল সমস্যার সমাধান করে ক্লাস, পরীক্ষা চালু করা হোক।’