সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার আগে নীতিমালা করা উচিত ছিল। বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির আগে হাই কোর্টে ২৩ বিচারপতি নিয়োগ দেওয়া উচিত হয়নি। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, সরকার অর্ডিন্যান্স জারি করে বিচারপতি নিয়োগ দিতে পারত। যে ২৩ জন বিচারক নিয়োগ দিয়েছেন, এঁদের অনেককেই চিনি যাঁরা সুপ্রিম কোর্টে ভালো প্র্যাকটিস করেন। আবার অনেককে চিনি না। এর মধ্যে দু-এক জন এমনও আছেন যাঁরা তিন বছরে মাত্র একটি মামলা করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। পরে গতকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।