শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে র্যাবের সাইবার টিম সজাগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। গতকাল রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজাম প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সারা দেশেই উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। ১৫টি ব্যাটালিয়ন ৩২ হাজার পূজাম পে নিরাপত্তা দিচ্ছে। সব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে, তা থেকে মনিটরিং করা হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনাগুলোয় তাৎক্ষণিক আইন ব্যবস্থা নিয়ে আসামিদের আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। ঢাকার বাইরেও বড় কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি।