অবরোধ কর্মসূচি পালনের সময় সড়ক অবরোধ ও যানবাহনে হামলা ভাঙচুরের অভিযোগে পুলিশের করা মামলা থেকে বিএনপির ১২৫ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আরামান হোসেন জানিয়েছেন।
খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন, মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, এক নম্বর যুগ্ম অহ্বায়ক আফরোজা খানম নাসরিন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান মঞ্জু, মোমেন সিকদার, মাসুদ হাসান মামুন, নুরুল আমিন, কামরুল ইসলাম রতন, শাহে আলম মেম্বার রফিকুল ইসলাম রিপন প্রমুখ।