স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মো. শামীম হায়দার। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীর স্থলাভিষিক্ত হবেন। এনটিএমসি ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে। তিনি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এ পদে থাকা মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর ১৫ আগস্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে ডিজি করা হয়েছিল। দুই মাস পর সে পদে পরিবর্তন আনা হলো। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে। আর চা বোর্ডের বিদায়ি চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে রাষ্ট্রদূত করে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে মাদরাসা অধিদপ্তরের ডিজি হাবিবুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন, জনপ্রশাসনের এপিডি উইংয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিমসহ আরও পাঁচ অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞপানে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।