নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে গতকাল এ ঘটনা ঘটে। মৃতরা হলো- দুলালপুরের সাইফুল ইসলামের ছেলে সাইমুন (৭) ও ইউসুফের ছেলে ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখন দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এ ঘণ্টা পর পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্বজনরা। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে জানায়নি। এ বিষয়ে খোঁজখবর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।