ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সানজিদা আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ গতকাল উপজেলার কুটি এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সানজিদা পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের মোরশেদ আলমের মেয়ে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন জানান মা রুনা আক্তার। পরিবারের দাবি, যৌতুকের জন্য সানজিদাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে ছড়ানো হচ্ছে। শাশুড়ি নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, সানজিদা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।